Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতীয় রেলে ব্রিটিশ রাজত্ব থেকে চলা ‘ডাক মেসেঞ্জার’ বন্ধ করছে রেল!


ভারতীয় রেলে ব্রিটিশ রাজত্ব থেকে চলা ‘ডাক মেসেঞ্জার’ বন্ধ করছে রেল !

ওয়েবডেস্কঃ 

‘ডাক মেসেঞ্জার’ (Dak Messengers) ব্রিটিশ রাজত্বে ভারতীয় রেলে চালু হওয়া একটি বিশেষ পরিষেবা। যার মাধ্যমে গোপনীয় নথিপত্র রেল এক দপ্তর থেকে আর এক দপ্তরে পাঠাতো। টেকনোলজির যুগে ধীরে ধীরে চাপা পড়তে শুরু করেছে। এখন আর দেখা মেলে না চিঠি পত্রের। ই-মেইল, হোয়াটস অ্যাপ, ফেসবুক ইত্যাদির মাধ্যমেই মানুষের কাছে বার্তা পৌঁছানো অনেক সহজ ও কম সময় প্রয়োজন। তাই মানুষ ডিজিট্যাল প্লাটফর্মকেই বেঁছে নিয়েছে। এদিকে করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ রেল পরিষেবা। যদিও বিশেষ কিছু রেল চালু রয়েছে। ভাঁটা পড়েছে রেলের আয়ে। তাই এবার অলাভজনক ক্ষেত্র গুলোকে বন্ধ করতে পদক্ষেপ নিয়েছে রেল বলেই জানা গেছে। যার প্রথম ধাপ এই 'ডাক মেসেঞ্জার'। 
সূত্রের খবর, গোপন নথিপত্র এবার থেকে ই-মেলে পাঠানো হবে। কোনওরকম জরুরি আলোচনার প্রয়োজন থাকলে তা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে। 

প্রায় ৫ হাজার ডাক মেসেঞ্জার রয়েছে ভারতীয় রেলের। বছরে ১০ কোটি টাকা খরচ। করোনা মহামারীর যুগে এই বিরাট অংকের টাকা বাঁচাতে ইমেল, ইন্টারনেটের উপরেই ভরসা রাখছে ভারতীয় রেল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code