Latest News

6/recent/ticker-posts

Ad Code

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে NDA-র প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সি. পি. রাধাকৃষ্ণণ

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে NAD-র প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সি. পি. রাধাকৃষ্ণণ

vice president of india c p radhakrishnan governor vice president cp radhakrishnan family maharashtra governor radhakrishnan president of india new vice president of india cp radhakrishna cp radha krishnan


ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৩৪তম পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করা হলো মহারাষ্ট্রের রাজ্যপাল সি. পি. রাধাকৃষ্ণণকে। এই ঘোষণা NDA-এর তরফ থেকে, বিজেপি প্রেসিডেন্ট জে. পি. নাড্ডা আজ এক সংবাদ সম্মেলনে জানান।

এই পদে প্রার্থী হওয়ার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। এর আগে এই পদে আসীন ছিলেন জগদীপ ধনকড়। কিন্তু আকস্মিক সেই পদ থেকে পদত্যাগ করেন তিনি। ফলে শূন্য হয়ে পড়ে দেশের উপরাষ্ট্রপতি পদ। সেই পথেই নির্বাচন।

সি. পি. রাধাকৃষ্ণণ, যিনি বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল, দুইবার লোকসভা সদস্য ছিলেন কোয়েম্বাটুর থেকে। এছাড়া তিনি তামিলনাড়ুর বিজেপির রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাঁকালপুরে তাঁর রাজনৈতিক যাত্রা RSS থেকে শুরু এবং দীর্ঘ সময় ধরে তিনি দলের একজন শ্রদ্ধেয় নেতা হিসেবে পরিচিত।

প্রধানমন্ত্রীর X (টুইটার) পোস্টে বলা হয়, "তিনি সাধারণ মানুষকে ক্ষমতায়ণ ও জনকল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন। আমি আনন্দিত এই গুরুত্বপূর্ণ পদে NDA তাঁকে মনোনয়ন করেছে"।

রাধাকৃষ্ণণ নিজেও আজ PM মোদিকে ধন্যবাদ জানিয়ে প্রতিশ্রুতি দেন, “পরাটির শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশ ও সংবিধানের জন্য কঠোর পরিশ্রম করব”।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code