ওয়েবডেস্ক
বিভিন্ন রান্নায় বিশেষ স্বাদ আর গন্ধ আনতে কারিপাতার ব্যবহার হয় অনেক রান্নাঘরেই। কিন্তু জানেন কি কারিপাতা কতটা উপকারী?
কারিপাতার উপকার-
- ওজন কমাতে সাহায্য করে
- শরীরে রক্তের পরিমাণ বাড়ায়
- রক্ত পরিস্কার করার সঙ্গে সঙ্গে কারিপাতা দূর করে অ্যানিমিয়াও।
- ডায়বেটিস বা মধুমেহ রোগকে নিয়ন্ত্রণে রাখে কারিপাতা
- কারিপাতায় থাকা ট্যানিন লিভারের ক্ষমতা বৃদ্ধি করে
- হৃদযন্ত্র সচল রাখতেও সাহায্য করে
- হৃদযন্ত্র সংক্রান্ত রোগ নির্মূলেও সাহায্য করে
- ত্বক ভালো রাখে
- ত্বকের জেল্লা বজায় রাখে
- কারিপাতা চুলকেও কালো ও মজবুত বানাতে সাহায্য করে
কারিপাতায় পাওয়া যায় ভিটামিন বি২, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২। পাশাপাশি, ক্যালসিয়াম ও ফসফরাসও পাওয়া যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊