Latest News

6/recent/ticker-posts

Ad Code

কারিপাতার কি কি উপকার করে জেনে নিন এক নজরে




ওয়েবডেস্ক

বিভিন্ন রান্নায় বিশেষ স্বাদ আর গন্ধ আনতে কারিপাতার ব্যবহার হয় অনেক রান্নাঘরেই। কিন্তু জানেন কি কারিপাতা কতটা উপকারী? 

কারিপাতার উপকার- 

  • ওজন কমাতে সাহায্য করে  
  • শরীরে রক্তের পরিমাণ বাড়ায় 
  • রক্ত পরিস্কার করার সঙ্গে সঙ্গে কারিপাতা দূর করে অ্যানিমিয়াও।
  • ডায়বেটিস বা মধুমেহ রোগকে নিয়ন্ত্রণে রাখে কারিপাতা 
  • কারিপাতায় থাকা ট্যানিন লিভারের ক্ষমতা বৃদ্ধি করে 
  • হৃদযন্ত্র সচল রাখতেও সাহায্য করে  
  • হৃদযন্ত্র সংক্রান্ত রোগ নির্মূলেও সাহায্য করে
  • ত্বক ভালো রাখে
  • ত্বকের জেল্লা বজায় রাখে 
  • কারিপাতা চুলকেও কালো ও মজবুত বানাতে সাহায্য করে

কারিপাতায় পাওয়া যায় ভিটামিন বি২, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২। পাশাপাশি, ক্যালসিয়াম ও ফসফরাসও পাওয়া যায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code