NIOS নিয়ে সব প্রশ্নের সমাধান
জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থা (NIOS) ভারতেরএকটি বিদ্যালয় স্তরের শিক্ষাবোর্ড। এই NIOS এর কোর্স করতে গিয়ে বা অন্যান্য প্রসঙ্গে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেককেই। বর্তমান আলোচনা এমনি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। যদি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে তবে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করুন, সাধ্যমতন উত্তর দেওয়ার চেষ্টা করা হবে।
Which document need to submit during Nios TMA? (tutor mark assignment জমা দেওয়ার সময় কী কী ডকুমেন্ট প্রয়োজন?
Tutor Mark Assignment জমা দেওয়ার সময় প্রয়োজন হবে-
- জন্মের প্রমাণপত্র (Certificate of Date of Birth)
- জাতীর প্রমাণপত্র (Certificate for SC/ST [in case of SC/ST])
- মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বা উভয় শ্রেণির মার্কশীট (Photocopy of Marksheet of Class X Board Examination (in case of Sr. Sec.),
- চাকুরীর প্রমাণপত্র যদি প্রাক্তন চাকুরীজীবী হন (Certificate from the Employer for Ex-Servicemen)
- প্রতিবন্ধীর প্রমাণপত্র (Certificate from a Government Hospital for a handicapped person.)
- Original failure/compartment Marksheet of.
What is accreditation fees of Nios for state govt school? ( রাজ্য স্বীকৃত বিদ্যালয়ে NIOS এর স্বীকৃতির জন্য কতটাকা ফি দিতে হয়)
রাজ্য স্বীকৃত বিদ্যালয়ে NIOS এর স্বীকৃতির জন্য প্রসেসিং চার্জ ৫ হাজার টাকা । যা ৪০০০ এবং ১০০০ এর দুটো আলাদা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে জমা করতে হয়। এই বিষয়ে বিস্তারিত জানতে PDF টি ডাওনলোড করে নিন।
Can I do bed after doing 12th std from Nios? (আমি কি উচ্চমাধ্যমিক পাশ করে NIOS থেকে B.ED. করতে পারবো? )
না, NIOS থেকে B.ED করানো হয় না, এখান থেকে D.EL.ED এর ব্যবস্থা আছে। আর তাছাড়া যে কোন জায়গা থেকেই বি এড করতে কমপক্ষে স্নাতক হতে হয়। (No, B.ED is not done from NIOS, D.EL.ED is available from here. Moreover, to do B.Ed from anywhere, one has to be at least a graduate.)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊