ইতিমধ্যে রাজ্যের বিদ্যালয়গুলিতে মিড-ডে-মিলের তৃতীয় পর্যায়ের চাল-আলু বিতরণ শেষ। দেশে আনলক ফেজ ২ এর ঘোষণা হয়েছে । তবে আগামী ৩০ জুলাই পর্যন্ত বিদ্যালয় ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য শিক্ষাদপ্তর। তাই চতুর্থ পর্যায়ে মিড ডে মিলের চাল -আলু--স্যানিটাইজার বিতরণের সাথে সাথে এবার পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের বাংলা শিক্ষা পোর্টালে দেওয়া বিভিন্ন শ্রেণির এক্টিভ্যিটি টাস্কের প্রিন্ট আউট দিতে হবে। এমনি নির্দেশিকা জারি করলো রাজ্য শিক্ষা দপ্তর।
নির্দেশিকায় বলা হয়েছে-
- এবারের মিড ডে মিল বিতরণের সময় অভিভাবক দের বাংলার শিক্ষা পোর্টাল থেকে ACTIVITY TASK এর প্রিন্ট আউট দিতে হবে। ক্লাস ১ থেকে ক্লাস ১০ পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীদের এই প্রিন্ট আউট দিতে হবে।
- সাথে সাথে প্রতিটি স্টুডেন্ট এর মোবাইল নম্বর শিক্ষকদের সংগ্রহ করতে হবে।
- বিতরণের জন্য যে মাস্টার রোল তৈরি করা হবে তারসাথে আলাদা করে প্রতিটি ছাত্রের ফোন নম্বর সংগ্রহ করে নিতে হবে যেটা বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে।
- অ্যাকটিভিটি টাস্ক এর প্রিন্ট আউট প্রতিটি সার্কেল অফিস থেকে সংগ্রহ করে নিতে হবে।
এই নির্দেশিকা ইতিমধ্যে প্রতিটি জেলার DI, DEO কে পাঠানো হয়েছে।
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে চতুর্থ পর্যায়ের মিড-ডে-মিল বিতরণ। এবারে দেওয়া হবে- চাল 2কেজি, ডাল ২৫০ গ্রাম, আলু ২কেজি ও স্যানিটাইজার ৫০ মিলি। মাস্কের ঘোষণা হলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
date | class |
8.7.2020 | I & V |
9.7.2020 | II & VI |
10.7.2020 | III & VII |
11.7.2020 | IV & VIII |
এই তারিখ MDM Distribution Plan of CoochBehar District থেকে প্রাপ্ত।
চালু আলু বিতরণের ক্ষেত্রে অবশ্যই আগেরবারের মতন নির্দেশিকা মেনে চলতে হবে-
১। চাল ও আলু সংগ্রহের জন্য অভিভাবক/ অভিভাবিকাদের উপস্থিত হতে হবে।
২। সামাজিক দূরত্ব মেনে ও মাস্ক পড়ে হাজির হতে হবে সকলকে।
৩। একদিন একটি শ্রেণির ছাত্রছাত্রীদের অভিভাবক/ অভিভাবিকাকেই চাল ও আলু দেওয়া হবে।
৪। স্যানিটাইজেশন এর ব্যবস্থা রাখতে হবে।
৫। অভিভাবক/ অভিভাবিকাদের সাথে ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊