Latest News

6/recent/ticker-posts

Ad Code

মূল্যবৃদ্ধি নিয়ে দিনহাটা ভিলেজ ২ তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতীকী বিক্ষোভ নিগমনগরে


SER-20, নিগমনগর,  ৮ জুলাই  ২০২০
:

একে করোনার জেরে লকডাউনে কর্মহারা হয়েছে প্রচুর শ্রমজীবী মানুষ, টান পড়েছে নিম্ন-মধ্যবিত্তের হেঁশেলে, তার ওপর ক্রমশ বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। ফলে প্রায় হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। এদিকে ক্রমাগত ঊর্ধ্বমুখী জ্বালানির দামও। আর এইসব কারণেই সাধারণ মানুষের ক্ষোভ বেড়েই চলেছে। আজ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতীকী বিক্ষোভ  কর্মসূচি পালিত হলো দিনহাটা ১ নং ব্লকের নিগমনগরে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানায় সাধারণ মানুষ।

এছাড়াও তাদের বিক্ষোভের অন্য একটি কারণ হলো এই লকডাউন পর্যায়ে কোচবিহার তথা পশ্চিমবঙ্গের যেসমস্ত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো হয়েছে তাদের গরিব কল্যাণ যোজনা থেকে বঞ্চিত করা হয়েছে। আজকের প্রতীকী বিক্ষোভে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য  মাননীয় সন্তোষ বর্মন মহাশয়। এছাড়াও দলীয় কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সন্তু ঘোষ, সমীর রায়, প্রণব সরকার ও আরো অনেক সাধারণ মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code