শাসক দল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন  শতাধিক কর্মী


তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: 
শাসক দল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শতাধিক কর্মী। 

গোপীবল্লভপুর ১নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক স্বপন রথ, মন্ডলের সম্পাদক সুকান্ত সিংহ ও যুব মোর্চা নেতা তপন বাগুলীর উদ্যোগে হয় কার্যকর্তা সম্মেলন কর্মসূচি। তিনটি তৃণমূলের গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে  ৫০০জন লোক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। 


উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সৎপতি, ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক অবনি কুমার ঘোষ, নয়াগ্রাম বিধানসভার নেতা সমরায় মুর্মু ও মন্ডল এর সভাপতি নগেন সিং।