বিজেপি ছেড়ে শাসক দল তৃণমূলে যোগদান করল গোপীবল্লভপুরের ৫০টি পরিবার

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: 

৫০টি বিজেপি পরিবার যোগদান করল তৃণমূলে। রবিবার ঠিক এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের কেন্দুগাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায়। 


এদিন ধানশোল সাংসদ, পন্ডিশোল গ্রামের প্রায় ৫০টি বিজেপি পরিবার শাসক দল তৃণমূলে যোগদান করে। সেই ৫০টি পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল মূর্মূ। 

এছাড়াও উপস্থিত ছিলেন আরও অন্যান্য নেতা নেতৃবৃন্দরা।