কোচবিহার জেলার সীমান্তবর্তী শহর দিনহাটার বিভিন্ন এলাকায় জলমগ্ন, তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।
ওকড়াবাড়ী অঞ্চলের পঞ্চাধ্বজি, কাউরাই, মদনাকুড়া এলাকার বেশকিছু অঞ্চল জলমগ্ন। এমনকি, কাউরাই-ওকড়াবাড়ী যাতায়তের মূল সড়ক পিচ রাস্তার উপর দিয়েও বয়ে চলছে জল। স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী মানসাই নদী ও কাউরাই বিলের জল কয়েকদিন থেকে বাড়তে শুরু করে। পাশাপাশি বৃষ্টির জল জমে ভরে গিয়েছে খাল-বিল। বেশ কয়েকটা বাড়িতেও জল ঢুকেছে বলে খবর, জলের তলায় গিয়েছে চাষযোগ্য জমি ও ধানক্ষেত।
এছাড়াও, গিতালদহের দরিবশ, জারিধল্লা সহ বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। বেশ কিছু এলাকার বাড়িতেও জল জমে গেছে। এমনকি, রংপুর রোডে গিতালদহ থেকে ক্যাম্প যাওয়ার পিচ রাস্তাতেও জল বয়ে চলছে বলে খবর। ফলে এলাকার মানুষজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊