চারিদিকে করোনা মোকাবিলা করতে যেমনটা এগিয়ে আসতে দেখা যাচ্ছে সমাজকে, সেই সমাজে রক্তের প্রয়োজনও অনুভব করতে পেরেছেন অনেকেই। এই সঙ্কটাপন্ন মুহূর্তে রক্তের বড়ো অভাব দেখা দিয়েছে। সেই সঙ্কট থেকে বাঁচার জন্য অনেকেই রক্তের বিনিময়ে জীবন দান করতে এগিয়ে চলেছেন। 

এমতাবস্থায় খগেনহাট নাগরিক মঞ্চের পরিচালনায় তরুণ সংঘ লাইব্রেরি প্রাঙ্গনে আজ এক রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরের উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নর্থবেঙ্গল সোশ্যাল এডুকেশনাল সোসাইটি। 

উক্ত নাগরিক মঞ্চের অন্যতম সদস্য অভিজিৎ রায় জানিয়েছেন "বর্তমান পরিস্থিতিতে এ সমাজে রক্তের চাহিদা মেটাতেই আমাদের এই উদ্যোগ। তবে আজকের ঝড় বৃষ্টি উপেক্ষা করেই আমরা আমাদের কর্মসূচির পূর্ণাঙ্গতা প্রকাশ করতে পেরেছি।"