CPIM, BJP এবং কংগ্রেসের বুথ সভাপতি সহ ১০০ টি পরিবার তৃণমূলে যোগ দিলেন


রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ, ১২ই জুলাই ২০২০ঃ মুর্শিদাবাদ জেলায় ফের খড়গ্রাম ব্লকে যোগদান সভা। খড়গ্রাম থানার সাদল পঞ্চায়েতর অধীনে রহিগ্রামে অধীর দুর্গের কংগ্রেস দলে ফের ভাঙন। মুর্শিদাবাদে কংগ্রেস, সিপিএম ও বিজেপি ছেড়ে কংগ্রেসের বুথ সভাপতি সহ ১০০ টি পরিবার তৃণমূলে যোগ দিলেন।

এদিন সাদল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রহিগ্রাম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি যোগদান সভার আয়োজন করা হয়। দলত্যাগিদের হাতে দলীয় পতাকা তুলে দেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশীষ  মার্জিত ও মুর্শিদাবাদ জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মণ্ডল। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও শুভেন্দু অধিকারীকে দেখে, খড়গ্রাম ব্লকের উন্নয়ন দেখে এবং মফিজুদ্দিন মণ্ডলের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানান আশীষ  মার্জিত।

তারা পুরোনো দলে নিজেদের সম্মান না পাওয়া, ত্রিশ বছর ধরে গ্রামের লোক ভালোবেসে বুথ সভাপতি করে রেখেছিলো কিন্তু এলাকায় দীর্ঘ দিন কোন উন্নয়ন না করতে পারার জন্য ও এলাকার রাজ্য সরকারের কাজ দেখে দলবদল, আর তৃণমূল ছাড়া উপায় নেই বলে জানান দলত্যাগি নেতা তাউর আলী শেখ। এই যোগদানের ফলে খড়গ্রামের তৃণমূল কংগ্রেস অনেকটাই শক্তি বৃদ্ধি করবে বলে জানান মফিজুদ্দিন মণ্ডল।