Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঘূর্ণিঝড় ক্ষতিপূরণে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে ২৫ জনকে সাসপেন্ড করল তৃণমূল


বেশ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আম্ফানের ত্রাণ নিয়ে যারা দুর্নীতি করবে তাঁদের কাউকেই ছাড়া হবে না, সে যেই হোক না কেন। আর তেমনি ঘটছে! 

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে ঘূর্ণিঝড় ক্ষতিপূরণে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে ২৫ জন নেতা ও পদাধিকারীকে সাসপেন্ড করল তৃণমূল। 

ঘূর্ণিঝড় ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়। তার প্রেক্ষিতে সম্প্রতি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে দলের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য সহ ২০০ জনকে শো কজ করে তৃণমূল নেতৃত্ব। গতকাল শেষ হয় শো কজের জবাব দেওয়ার দেওয়ার সময়সীমা। আজ ব্লকের কোর কমিটির বৈঠকে নেতা ও পদাধিকারী মিলিয়ে ২৫ জনকে সাসপেন্ড করা হয়। 

তৃণমূল ব্লক নেতৃত্বের দাবি, ৮৭ জন ক্ষতিপূরণের টাকা ফেরত দিয়েছেন। টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছেন আরও ৫০ জন।

যদিও, গোটা বিষয়টিকে আইওয়াশ বলে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ বলেন, দুর্নীতির পর টাকা ফেরত বা শাস্তি, সবটাই আইওয়াশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code