SER10, ময়নাগুড়িঃ 

ধূপগুড়ির পর আলিপুরদুয়ার, দিনহাটা । একের পর এক ধর্না ঘটেছে। কেউ বা ৬ বছরের প্রেমের দাবীতে, কেউবা ৪ বছরের প্রেমের দাবীতে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসেছে প্রেম ফিরে পাওয়ার আশায়। গত কয়েকদিন আগে ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়িতে প্রেমিকাকে ফিরে পেতে  ধর্ণায় বসে প্রেমিক। আজ আবার ধর্ণা সেই সাপ্টিবাড়ির ২নং অঞ্চলের সুস্থিরহাটের ডাকুয়াবাড়ি সংলগ্ন লস্করপাড়া এলাকায়। 

বছর ১৪ এর নাবালিকা মেয়ে নাবালক ছেলের বাড়িতে ৬ মাসের প্রেমের সম্পর্কের স্বীকৃতি পেতে ধর্ণায় বসে। প্রাইভেট টিউশনে তাদের পরিচয় সেখান থেকেই সম্পর্ক বলে দাবী মেয়ের। এমনকি নিজেকে অন্তঃস্বত্ত্বা বলেও দাবী করে মেয়ে। 

ছেলের বক্তব্য শুধু প্রাইভেটেই দেখা হতো, কোন শারীরিক সম্পর্ক কোনদিন হয়নি। মেয়ের দাবীকে সম্পূর্ণ অস্বীকার করে ছেলে এমনকি মেডিক্যাল টেস্টের দাবীও করে। 

ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছেলে-মেয়ে দুজনেই এখন পুলিশ হেফাজতে।