Latest News

6/recent/ticker-posts

Ad Code

এক রিচার্জেই ১২ মাস -JIO-র 'ওয়ার্ক ফ্রম হোম' অফার

picture credit: indiashopps 

গৃহবন্দী সমগ্র বিশ্ব তথা ভারতবর্ষ। করোনা মোকাবিলায় এটাই একটা গুরুত্বপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা, এখনো পর্যন্ত। তাই বলে কাজকর্ম তো আর বন্ধ হয়ে থাকতে পারে না। তাই ডিজিটাল ইন্ডিয়ায় শুরু হয়েছে ওয়ার্ক ফর্ম হোম। অর্থাৎ বাড়িতে থেকেই ডিজিটাল মাধ্যমে যতটা সম্ভব কাজ করা। তবে এক্ষেত্রে বড় সমস্যা ইন্টারনেট । আর এই সমস্যা থেকে মুক্তি দিতে ফের সস্তার অফার নিয়ে এল রিলায়েন্স জিও। 

এর আগে দেশজুড়ে লকডাউন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই একটি'ওয়ার্ক ফ্রম হোম'এনেছিল রিলায়েন্স জিও। 251 টাকার সেই অফারের মেয়াদ ছিল 51 দিনের। ওই অফারে প্রতিদিন 2 জিবি করে ডেটা দিচ্ছিল জিও। এবার নিয়ে এল সারা বছরের'ওয়ার্ক ফ্রম হোম'অফার। 

এই অফারে প্রতিদিন 2 জিবি করে ডেটা মিলবে। আর গোটা বছরের জন্য একবারে রিচার্জ করলে খরচ পরবে মাত্র 2,399 টাকা। অর্থাৎ খরচ হবে মাসে 200 টাকা। 

2,399 টাকার এই অফারে প্রতিদিন 2 জিবি করে হাই স্পিড ডেটা ছাড়াও মিলবে আনলিমিটেড ভয়েস কল ও এসএমএস করার সুবিধা। 

সংস্থার আরও একটি সারা বছরের প্রিপেইড প্ল্যান রয়েছে। 2,121 টাকার সেই প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি করে হাই স্পিড ইন্টারনেট দেওয়া হয়। সেই প্ল্যানেও আনলিমিটেড ভয়েস কল ও এসএমএস ফ্রি রয়েছে। 

একই সঙ্গে রিলায়েন্স জিও'ওয়ার্ক ফ্রম হোম'এর জন্য বেশ কয়েকটি নতুন অ্যাড-অন ডেটা প্যাক নিয়ে এসেছে। 

  • 151 টাকার অ্যাড-অন ওয়ার্ক ফ্রম হোম ডেটা প্যাকে মিলবে 30 GB ইন্টারনেট। কোনও ডেইলি লিমিট নেই। 
  • 201 টাকার অ্যাড-অন ওয়ার্ক ফ্রম হোম ডেটা প্যাকে মিলবে 40 GB ইন্টারনেট। কোনও ডেইলি লিমিট নেই। 
  • 251 টাকার অ্যাড-অন ওয়ার্ক ফ্রম হোম ডেটা প্যাকে মিলবে 50 GB ইন্টারনেট। কোনও ডেইলি লিমিট নেই।

Ad Code