![]() |
Dinhata Government Industrial Training Institute |
দিনহাটায় ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত সরকারি আই টি আই সংস্থায় করোনার আইসোলেশন সেন্টার তৈরির উদ্যোগ শুরু হতেই আজ সকাল থেকে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ শুরু হয়।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য- " এমন ঘনবসতিপূর্ণ এলাকায় আইসোলেশন সেন্টার বানান যাবে না, এতে আমাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাদের দাবি দিনহাটা কলেজ ও pgbt কলেজ থাকতে শহরের এরকম ঘন বসতি এলাকায় আইসোলেশন center খুলে শহরের মানুষকে বিপদে ফেলা চলবে না"
উত্তেজনা শুরু হতেই উপস্থিত হয়েছেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলার নমিতা অধিকারী।
এই মুহুর্তে স্থানীয় লোকজন ITI কলেজের গেটে তালা লাগিয়ে দিয়েছেন।
বিস্তারিত ভিডিওতে-
Social Plugin