WHO-এর নতুন এগজিকিউটিভ বোর্ডের চেয়ারে ভারতের প্রতিনিধিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগেই।
করোনা আবহের মাঝেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন বোর্ড গঠনের বৈঠক শুরু আজ থেকেই। সারা বিশ্ব তাকিয়ে এখন আগামী সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এগজিকিউটিভ বোর্ড মিটিং-এর দিকে। ওই বৈঠকে চেয়ারপার্সনের আসনে থাকবেন ভারতের প্রতিনিধি। 

প্রতি বছরই জেনেভায় বসে WHO-র এই বৈঠক। এই বৈঠকে WHO-র নীতি নির্ধারিত হয়, বেছে নেওয়া হয় হু-র পরবর্তী ডিরেক্টর জেনারেল, গৃহীত হয় বিভিন্ন নীতিও। করোনা পরিস্থিতির জেরে ১৮ই মে থেকে দুদিনের সেই বৈঠক হবে ভার্চুয়ালে, যা প্রথমবার। 

এবার WHO-এর এগজিকিউটিভ বোর্ডের চেয়ারে ভারতের প্রতিনিধিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। ২২মে প্রথম বৈঠকে বসবে ৩৪টি দেশের প্রতিনিধিদের নিয়ে গড়া নতুন এগজিকিউটিভ বোর্ড। যার নেতৃত্বে থাকবে ভারত।

WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়া গোষ্ঠী সর্বসম্মতিক্রমে চায় ওই এগজিকিউটিভ বোর্ড মিটিংয়ে চেয়ারপার্সনের আসনে থাকুক এদেশের প্রতিনিধি। আগে সেই আসনে ছিল জাপান।