আর তাই গত ১৮ মে একটি নির্দেশিকায় জানানো হয়েছে নতুন গাইডলাইন অনুসারে রাজ্য বা জেলা প্রশাসনের অনুমতি নিয়ে আধার কেন্দ্রগুলি খোলা যাবে। অনেক রাজ্যেই ইতিমধ্যে আধার সেবা কেন্দ্রগুলি নতুন নর্দেশিকা মেনে খোলা শুরু হয়েছে। নিজের এলাকার আধার কেন্দ্রগুলি চালু হয়েছে কিনা দেখতে নিচের লিংকে ক্লিক করুন-
IMPORTANT ANNOUNCEMENT: Dear All,— Aadhaar (@UIDAI) May 18, 2020
Our registrars are preparing for resuming of Aadhaar services wherever it is being permitted by the state/ district authorities as per the new guidelines of #Lockdown4 . 1/3
এছাড়া এখন নিজেই বাড়িতে বসেই নিজের আধার কার্ডের নাম, লিঙ্গ, জন্মতারিখ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ঠিকানা, বায়মেট্রিক সংশোধন করতে পারবেন। - এই সমস্ত কিছু সংশোধন করতে চাইলে আপনাকে যা করতে হবে-
পদক্ষেপ ১: আপডেট করতে আপনাকে ইউআইডিএআই ওয়েবসাইটে যেতে হবে- https://ask.uidai.gov.in/#/
পদক্ষেপ ২: এখন আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে
পদক্ষেপ ৩: আপনার মোবাইল নম্বরে যে ওটিপি(OTP) যাবে তা সাবমিট করতে হবে।
পদক্ষেপ ৪: ওটিপি প্রবেশের পরে, নতুন একটি পেজে আপডেট আধার লেখা আসবে- সেখানে ক্লিক করুন
পদক্ষেপ ৫: এখন, 'ব্যক্তিগত বিবরণ' হিসাবে আপনার নাম এবং আধার নাম্বার চাইবে।
পদক্ষেপ ৬ঃ বিশদ জমা দেওয়ার পরে, ‘আপনি কী আপডেট করতে চান’ সেখানে সিলেক্ট করুন
পদক্ষেপ ৭ঃ পরবর্তী পৃষ্ঠায় ক্যাপচা লিখুন। এখন আপনার ফোনে পাঠানো ওটিপি দিয়ে এবং সেভ এ ক্লিক করুন ।
পদক্ষেপ ৮ঃ আপনি একটি বিজ্ঞপ্তি পাবেন যেখানে আপনাকে আপনার আপডেট হওয়া তথ্য পুনরায় চেক করতে বলা হবে। সেভ-এ ক্লিক করুন এবং তারপরে ‘বুক অ্যাপয়েন্টমেন্ট ’ এ যান।
পদক্ষেপ ৯ঃ এখন ‘ইউআইডিএআই পরিচালিত আধার পরিষেবা কেন্দ্রে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন’, ‘শহর / অবস্থান’ নির্বাচন করুন।
পদক্ষেপ ১০ঃ আপনাকে আপনার নিকটতম আধার কেন্দ্রে গিয়ে শুধুমাত্র ২৫ টাকা দিতে হবে। ব্যাস এভাবেই নিজের আধার কার্ডের সংশোধন নিজেই করুন বাড়িতে বসেই।
মনে রাখতে হবে অনলাইনে সংশোধিত তথ্য ঠিক করতে নির্ধারিত ২৫ টাকা ৬ মাসের মধ্যেই নিকটবর্তি আধার পরিষেবা কেন্দ্রে দিয়ে আসতে হবে।
আমাদের ফেসবুক পেজটি লাইক করে সাথে থাকুন-
আমাদের ফেসবুক পেজটি লাইক করে সাথে থাকুন-
Social Plugin