আরবিন্দ শর্মা, দিনহাটাঃ 

দক্ষিন বঙ্গের তান্ডব লীলার পর এখন উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলছে। এর ফলে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ফসল নষ্ট হওয়ার কৃষকের মাথায় হাত পরেছে।

দিনহাটা দুই নং ব্লকের বিভিন্ন যায়গায় একই ছবি। বামনহাটের ১নং কৃষক বন্ধু বাবলু মোদক বলেন কলা বাগান, পাট খেত,বোরো ধান , সব্জী নষ্ট হয়েছে তার ফলে সমস‍্যায় পরেছি।একই কথা বলেন বড় শাকদলের কৃষক বন্ধু সচীরানী দেব,বুড়ীর হাট ১ও২নং অঞ্চলের কৃষক বন্ধু সাধন রায় ও স্বপন বরকাইত।নয়ার হাট আঞ্চলের কৃষক বন্ধু সফিকুল ইসলাম জানান ফুল, ধান,পাট ক্ষেত শুয়ে পড়েছে,সব্জী ও ফলের ব‍্যপক ক্ষতি হয়েছে।সাহেব গঞ্জের কৃষক বন্ধু অনিল বর্মন বলেন ভূট্টা ক্ষেত মাটিতে পড়েছে। করোনা ও আমফান তান্ডব থেকে কবে মুক্তি পাবে,আগামী দিন কি করে কাটবে  জানেন না কৃষকরা।

দিনহাটা ২নং ব্লকের ADA সুভাশিষ চক্রবর্তী জানান আমরা ক্ষতি গ্রস্থ এলাকা ঘুরে দেখেছি ,কৃষক দের আশ্বস দিয়েছি এবং এই এলাকার ক্ষতির কথা জানিয়েছি জেলা দপ্তরে।