যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু করতে চলেছে রেলমন্ত্রক। ১লা জুন থেকে দেশের বড়ো এবং ছোট শহর গুলিত দৈনিক ২০০ ট্রেন চলবে। নন-এসি, সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার ট্রেন চলবে। পাশাপাশি, বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে খুলতে চলেছে রিজার্ভেশন কাউন্টার। টিকিট কাটা যাবে এজেন্ট ও ও কমন সার্ভিস সেন্টার থেকেও করা যাবে টিকিট বুকিং বলে জানান তিনি। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে একথা জানিয়েছেন।

মঙ্গলবার টুইটে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন ১ জুন থেকে ২০০টি নন-এসি বিশেষ প্যাসেঞ্জার ট্রেন চলবে।  শুধুমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট বা অ্যাপ থেকে টিকিট কাটা যাবে। স্টেশনের সমস্ত টিকিট বুকিং কাউন্টার বন্ধ থাকবে। তবে এবার আরও একধাপ এগিয়ে রিজার্ভেশন কাউন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে রেল। 

বৃহস্পতিবার টুইট করে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, শুক্রবার থেকেই খুলছে রিজার্ভেশন কাউন্টার। এজেন্ট ও কমন সার্ভিস সেন্টার থেকেও করা যাবে টিকিট বুকিং বলে জানান তিনি। 


রেল সূত্রে খবর, আলিপুরদুয়ার ডিভিশনে ৫টি রিজার্ভেশন সেন্টার খুলবে। এছাড়াও, চলবে ৬জোড়া ট্রেন।

আলিপুরদুয়ার ডিভিশনে ৫টি রিজার্ভেশন সেন্টার-

  • নিউ কোচবিহার, 
  • নিউ আলিপুরদুয়ার, 
  • হাসিমারা, 
  • ধূপগুড়ি  
  • আলিপুরদুয়ার জংশন স্টেশন 

পাশাপাশি, কাটিহার ডিভিশনেও খুলবে রিজার্ভেশন কাউন্টার। 

কাটিহার ডিভিশনে ৫টি রিজার্ভেশন সেন্টার-

  • নিউ জলপাইগুড়ি
  • শিলিগুড়ি
  • কাটিহার
  • বারসই 
  • কিশনগঞ্জ স্টেশন।


১ জুন থেকে উত্তর-পূর্ব সীমান্তেও চালু হচ্ছে রেল। ৬ জোড়া রেল চলবে এই ডিবিশনে- 

  • শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস 
  • অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেস, 
  • দিল্লি-আলিপুরদুয়ার জংশন মহানন্দা এক্সপ্রেস 
  • দিল্লি-ডিব্রুগড় টাউন ব্রহ্মপুত্র মেল 
  • গুয়াহাটি-এলটিটি এক্সপ্রেস  
  • গুয়াহাটি-জোড়হাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস।

ট্রেন চললেও একাধিক নিয়মের মধ্য দিয়ে সফর করতে হবে যাত্রীদের। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন আসার ৯০ মিনিট আগে স্টেশনে যেতে হবে। স্টেশনে পৌঁছানোর পর যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপরেই ট্রেনে চড়ার ছাড়পত্র মিলবে। উপসর্গ আছে এমন কাউকেই ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি। ট্রেন গুলিতে থাকছে শুধু এসি কামড়া।