Airtel prepaid ব্যবহারকারিদের জন্য বাজারে এল দূর্দান্ত কিছু স্বল্পমূল্যের Offer
Bharati Airtel গুজরাট, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং গোয়া সহ কয়েকটি রাজ্যের জন্য ২৮ দিনের কম সময় যুক্ত ২০০ টাকার নিচে তিনটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে। এই তিনটি Recharge প্ল্যান হল ৯৯ টাকা, ১২৯ টাকা এবং ১৯৯ টাকা।
এই Recharge প্ল্যান গুলিতে আনলিমিটেড কলিংএর সাথে থাকছে কিছু বিশেষ সুবিধা, যেমন Zee5 Subscription, Wynk Music and Airtel Xstream একদম বিনা মূল্যে।
৯৯ টাকা এবং ১২৯ টাকার প্ল্যানটিতে ব্যাবহারকারি পাবে ১ জিবি ডাটা এবং ১৯৯ টাকার প্ল্যানে গ্রাহক পাবে প্রতিদিন ১ জিবি করে ডাটা ব্যাবহারের সুবিধা।
৯৯ টাকার প্ল্যানটিতে ১ জিবি ডাটা সহ ১০০ টি SMS পাবে গ্রাহক ১৮ দিনের জন্য এবং এই সুবিধাটি শুধুমাত্র বিহার, ঝাড়খণ্ড, মধ্য প্রদেশ এবং ছত্রিশগর এই সমস্ত সার্কেলেই উপলব্ধ এবং ওড়িশ্যা, রাজস্থান, ইউ.পি পূর্ব এবং পশ্চিমবঙ্গ-এ চালু করবার সম্ভাবনা রয়েছে।
১২৯ টাকার প্ল্যানটিতে ১ জিবি ডাটা সহ ৩০০ টি SMS পাবে গ্রাহক ২৪ দিনের জন্য এবং এই সুবিধাটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, বিহার ও ঝাড়খণ্ড, গুজরাট, হরিয়ানা, কেরালা, মধ্য প্রদেশ এবং ছত্তিসগড়, মহারাষ্ট্র এবং গোয়া, উত্তর পূর্ব, উড়িষ্যা, রাজস্থান, ইউ.পি পূর্ব, ইউ.পি পশ্চিম এবং উত্তরাখণ্ডে- চালু করবার জন্য ভাবনা চিন্তা চলছে বলে জানা গেছে।
১৯৯ টাকার প্ল্যানটিতে প্রতিদিন ১ জিবি ডাটা সহ প্রতিদিন ১০০ টি করে SMS পাবে গ্রাহক ২৪ দিনের জন্য এবং এই সুবিধাটি শুধুমাত্র আসাম, বিহার ও ঝাড়খণ্ড, গুজরাট, হরিয়ানা, কেরল, কলকাতা, মধ্য প্রদেশ এবং ছত্তিসগড় সার্কেল জন্য করা হয়েছে। সেই সঙ্গে মহারাষ্ট্র এবং গোয়া, উত্তর পূর্ব, ওড়িশা, রাজস্থান, ইউ.পি পূর্ব, ইউ.পি পশ্চিম এবং উত্তরাখণ্ডের ব্যবহারকারীদের জন্যও এই Offer টি চালু করবার জন্য আবেদন করা হয়েছে।
Social Plugin