symbolic-credit-scitechdaily

পৃথিবীর থেকে মাত্র এক হাজার আলোকবর্ষ দূরে নতুন এক কৃষ্ণগহ্বরের (Black Hole) খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা, যার নাম দিয়েছেন HR6819।

সম্প্রতি ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি অর্গানাইজেশন সংস্থার এক দল গবেষক নতুন এই Black Hole টি আবিষ্কার করেছেন।

পৃথিবীর খুব কাছের এই কৃষ্ণগহ্বরটির অবস্থান মহাকাশের টেলিস্কোপিয়াম নক্ষত্রপুঞ্জের মধ্যে যাকে কেন্দ্র করে ঘুরছে একটি নক্ষত্র। আবার সেই নক্ষত্রটির কক্ষপথ ধরে বাইরে থেকে ব্ল্যাক হোলটিকে প্রদক্ষিণ করছে অন্য একটি নক্ষত্র।

পৃথিবী থেকে প্রায় এক হাজার আলোকবর্ষ বা ৫.৮৮ লক্ষ কোটি মাইল দূরে অবস্থিত এই Black Hole টি মহাবিশ্বের হিসেবে আমাদের খুবই কাছের একটি কৃষ্ণ গহ্বর।

ইউরোপিয়ান মহাকাশ বিজ্ঞানী ডিয়েট্রিচ বাড বলেন, কৃষ্ণগহ্বরটিকে কেন্দ্র করে ঘুরতে থাকা নক্ষত্র দুটিকে টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র ছাড়াই খালি চোখে আকাশে দেখা যায়। তবে বর্তমানে কৃষ্ণগহ্বরটির অবস্থান সূর্যের পেছনে থাকায় নক্ষত্র দুটি দেখার সুযোগ নেই।