করোনা মোকাবিলায় ২১ দিনের লক ডাউন দেশে। এর মধ্যেই ৮ই এপ্রিল সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক ডাউনের পরিস্থিতিতে ভিডিও বৈঠক করবেন তিনি। বুধবারের বৈঠকের জন্য যোগাযোগ করার দায়িত্বে রয়েছেন প্রহ্লাদ যোশী ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেগওয়াল। 

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী শনিবার জানিয়েছেন, যে সমস্ত রাজনৈতিক দলের অন্তত পাঁচজন করে সাংসদ সংসদের উভয় কক্ষে রয়েছেন, তাদের ওই বৈঠকে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। 

কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিএসপি, বিজেডি, টিআরএস দলের নেতাদেরও অংশ নেওয়ার কথা ওই বৈঠকে। বুধবার সকাল ১১টার সময় ওই বৈঠক হবে বলে জানা গিয়েছে। 

গত ২৪ মার্চ লকডাউনের ঘোষণার পর এই প্রথম বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 

সূত্রানুসারে, অমিত শাহ ও রাজনাথ সিংহের মতো কেন্দ্রীয় মন্ত্রীরাও ওই বৈঠকে থাকবেন।