বর্তমান পরিস্থিতিতে করোনার সংক্রমণ রুখতে একমাত্র উপায় সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলা। এই উদ্দেশ্যে বৃহস্পতিবার দিনহাটা-২ নং ব্লক প্রশাসনের উদ্দ্যোগে সাহেবগঞ্জ বিডিও অফিস চত্ত্বরে আঁকা হলো করোনা সচেতনতা মূলক ছবি ও সাথে দেওয়াল লিখন। ছবিগুলি এঁকেছেন দিনহাটার বিশিষ্ট অঙ্কন শিল্পী শ্ৰী রথীন্দ্রনাথ সাহা। উপস্থিত ছিলেন বিডিও জয়ন্ত দত্ত মহাশয়, জয়েন্ট বিডিও বিপ্লবকুমার ঘোষ মহাশয় এবং বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী সৈকত সরকার মহাশয়।
দিনহাটা-২ ব্লক প্রশাসনের তরফে জানানো হয় করোনার ছোঁয়া এড়াতে আমাদের উচিত সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা। এই ভাইরাসের সংক্রমণ এড়াতে লকডাউনকে সফলভাবে পালন করতে হবে আমাদের। তাই সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের এই উদ্যোগ। আশা করি সাধারণ মানুষ আমাদের প্রচেষ্টাকে সফল করে সতর্ক হবেন।
Social Plugin