দেশে চলছে লক ডাউন। অত্যাবশ্যকীয় পন্য সম্পর্কিত নয় এমন সমস্ত কাজ-কর্ম বন্ধ। সমস্যায় পড়েছেন দিন মজুর শ্রেণী। প্রচুর বয়স্ক মানুষ, যাদের পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি নেই, তাদের সমস্যা আরো মারাত্মক। এই পরিস্থিতিতে এগিয়ে এল গোবড়াছড়ার একদল যুবক।
তন্ময়, নিতাই, শোভন, অভিষেক, শুভরা নিজেদের মধ্যে চাঁদা দিয়ে ফান্ড তৈরি করেন। সেই ফান্ড দিয়ে চাল, ডাল, আলু, সয়াবিন, তেল, ডিম, সাবান বিলি করেন প্রায় দেড়শ পরিবারের মধ্যে। উদ্যোক্তা দের মধ্যে তন্ময় জানান, 'আমরা বন্ধুরা, কয়েকজন দাদা মিলে আলোচনা করে নিজেদের মধ্যে ফান্ড তৈরি করি। আমরা চেষ্টা করেছি, সেই সব পরিবারকে খুঁজে বের করতে যেখানে বয়স্ক মানুষ রয়েছেন, যারা উপার্জনক্ষম নয়। যারা সরকারি রেশন পাননি। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করেছি। অনেকেই আমাদের সাহায্য করেছেন। কলকাতা থেকে অনিশ সাউ আমাদের আর্থিক সহায়তা করেছেন।
কৌশিক চ্যাটার্জি জনান, কর্মসূত্রে কলকাতায় থাকি। এখন ওয়ার্ক ফ্রম হোম করছি। এই উদ্যোগে থাকতে পেরে খুব ভালো লাগছে। স্থানীয় বাসিন্দা, গোকুল দে যুবকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
Social Plugin