লকডাউনে করোনার বিরুদ্ধে দেশবাসীর মনোবল বাড়াতে ও সকলকে একযোগে লড়াইয়ের আহ্বান জানাতে ৫ এপ্রিল রবিবার রাত ৯ টায় ৯ মিনিটের জন্য ঘরের সমস্ত আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ জ্বালানোর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘোষণার পরই পক্ষে বিপক্ষে নানা অভিমত উঠে আসছে। বিরোধী শিবির রীতিমতো টিপ দাগতে শুরু করেছে। এরই মধ্যে অভিনেতা কমল রশিদ খানের একটি ট্যুইট বিতর্ককে উসকে দিয়েছে।
ট্যুইট রশিদ খান লিখেছেন,"বিজেপি দলের প্রতিষ্ঠা হয়েছিল ১৯৮০ সালের ৬ এপ্রিল, অর্থাৎ ৫ এপ্রিল ২০২০ তে দলের ৪০ বছর পূর্ণ হতে চলেছে। প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে করোনাকে হারানো নয়, দলের সমর্থনই আসল উদ্দেশ্য মোদীজির। অবশ্যই সমস্ত বিজেপি সমর্থকদের দলের প্ররি সমর্থন দেখানো উচিত।"
KRK on Twitter
On 6th April 1980, BJP was formed, So On 5th April 2020, BJP will be completing 40years. So on completion of 40 Years, दीप जला कर #BJP का समर्थन करवाना है मोदी जी का असली मक़सद, नाकि #Corona को हराना! And of course all the #BJP supporters should show their support for the party!
Social Plugin