প্রদীপ-মোম-ফ্ল্যাশলাইট-সাথে উলুধ্বনি মাঝে মাঝে বোমের আওয়াজে ৯ মিনিট পালন।

প্রধানমন্ত্রী ৫ এপ্রিল রাত ৯ টায় সব লাইট বন্ধ করে ৯ মিনিট পর্যন্ত মোমবাতি প্রদীপ বা মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে বলেছিলেন।

তিনি বলেন সমগ্র দেশ একটা উদ্দ্যেশ্যেই রয়েছে- আমরা একা নই এটাই বোঝানোর জন্য এই আয়োজন। ১৩০ কোটি মানুষের শক্তি একসাথে করতে হবে। সাথে তিনি বলেন এই জন্য কেউ কোথাও যাবেন না। নিজের বাড়ীতেই মোমবাতি জ্বালাতে হবে। করোনা থেকে যে সঙ্কট তৈরি হয়েছে সেই অন্ধকার থেকে মুক্তির জন্য 'রামবান' বলে জানান তিনি।

৫ এপ্রিল ১৩০ কোটি দেশবাসীর মহাসংকল্প একসাথে করতে হবে। তবেই বর্তমান সময়ের হতাশা কেটে যাবে বলে তিনি জানান।তবে তিনি বার বার জনগনের প্রতি আবেদন জানান কখনোই 'লক্ষ্মন রেখা' যেন না ভাঙ্গেন।

এখন পর্যন্ত কোন অপ্রতিকর ঘটনার খবর সামনে না এলেও- বাজির আওয়াজে অকাল দিপাবলী দেখল ভারতবাসী।

দেখেনিন টুকরো ছবি- 










বিস্তারিত আসছে...

নজর রাখুন আমাদের ফেসবুক পেজে
https://www.facebook.com/sangbadekalavya