করোনা ভাইরাসের আবহাওয়াতে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাধীন ব্যক্তিদের সুবিধার কথা ভেবে এক নয়া ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই প্রকল্পের আওতায় থাকা প্রায় ৫০ কোটি মানুষকে বিনামূল্যে চিকিত্‍সা সংক্রান্ত পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই সুবিধা পাওয়া যাবে করোনা ভাইরসের নমুনা পরীক্ষার ক্ষেত্রেও। এমনটাই জানানো হয়েছে।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে বেসরকারি ল্যাব আর এই প্রকল্পের মধ্যে থাকা হাসপাতালে বিনামুল্যের সুবিধা পাওয়া যাবে। ইতিমধ্যে করোনা আক্রান্তদের ক্ষেত্রে নমুনা পরীক্ষা ও চিকিত্‍সার ক্ষেত্রে বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাচ্ছে। এবার তা পাবেন ৫০ কোটি মানুষ। 

জাতীয় স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে বেসরকারি ল্যাবরেটরিতে আইসিএমআরের নিয়ম মেনে নমুনা পরীক্ষা করা হচ্ছে। আর এই সুবিধা পাওয়া গেলে বর্তমানে একাধিক মানুষের যে সুবিধা হবে তা বলার অপেক্ষা থাকে না।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন গরীব মানুষদের এই পরীক্ষা বেসরকারি ক্ষেত্রে করতে গেলে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হবে। অর্থনৈতিক সমস্যা হতে পারে। সেই বিষয়টি মাথাতে রেখেই সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই পদক্ষেপের ফলে করোনা ভাইরাস রোধে গুরুত্বপূর্ণ ভুমিকা নেওয়া যাবে বলেও মনে করছেন অনেকে।

এই বিবৃতির প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন টুইট করে বলেছেন, "প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫০ কোটি পরিবার বিনামূল্যে নমুনা পরীক্ষা ও চিকিৎসা করাতে পারবেন।"