করোনা সংক্রমনের জের, ২১দিনের লক ডাউনে দেশ। কর্মব‍্যস্ত মানুষ আজ গৃহবন্দি। মধ‍্যবিত্ত ও উচ্চ মধ‍্যবিত্তদের দিন চলে গেলেও চাপে পড়ে গেছে দিন এনে দিন খাওয়া পরিবারগুলো। আর এই পরিবারগুলো এখন একটা বড়ো আস্থা স্বেচ্ছাসেবী সংগঠন। আর সেই আস্থাকেই সায় দিয়ে ভেটাগুড়িতে গড়ে উঠেছে COVID-19 PUBLIC HELP GROUP'। 

গতকাল ' COVID-19 PUBLIC HELP GROUP'এর পক্ষ থেকে ভেটাগুড়ি রুইয়েরকুঠি এলাকার প্রায় ৭০জন অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হল কিছু খাদ্যসামগ্রী। এদের মধ্যেই প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হল ২.৫ কেজি চাল,২ কেজি আলু, ১টি মাস্ক,১টি সাবান, সয়াবিন,বেগুন ইত্যাদি। 

এই 'GROUP'এর সদস্য তমাল রায় জানান, 'আমরা যেমন সাধারণ মানুষ হয়েও বর্তমান পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি ও মানুষকে সচেতন করার চেষ্টা করছি, আমাদের এই পদক্ষেপে অন্য সবাই যেন অনুপ্রাণিত হয়ে সবাই মানুষের পাশে এসে দাঁড়ায় এটাই আমাদের মূল লক্ষ্য'। 

এছাড়াও এই 'GROUP' এর পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা আগামী বুধবার একইভাবে সাধারণ এবং অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেবে।