আজ থেকে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্য শিক্ষা দপ্তর Online Class Room শুরু করল ।ছাত্রছাত্রী সরাসরি এই “মডেল অ্যাক্টিভিটি টাস্ক” গুলিকে সরাসরি PDF ফরম্যাটে DOWNLOAD করে নিতে পারবে,অথবা ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করবে। এই “মডেল অ্যাক্টিভিটি টাস্ক”গুলির জন্য শিক্ষা দপ্তর বিশেষ কিছু নির্দেশিকা জারি করেছে ।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক সংক্রান্ত সাধারণ নির্দেশিকা
১। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে।
২। প্রয়োজনে অ্যাক্টিভিটি টাস্কগুলি করার আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত অধ্যায়গুলি পাঠ্যপুস্তক থেকে একবার দেখে নেওয়া যেতে পারে।
৩। বিদ্যালয় খুললে অ্যাক্টিভিটি টাস্কগুলি শিক্ষকের কাছে জমা দিতে হবে।
৪। প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষিকা-শিক্ষকদের সহায়তা নিতে পারো।
৫। প্রয়োজনে বিদ্যালয় শিক্ষক মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবর্তন করে ফোন, sms ইমেইল ইত্যাদি মাধ্যমে নিজ স্কুলের শিক্ষার্থীদের পাঠাতে পারেন।
৬। ঘরে বসে খাতায় উত্তর তৈরি করো।
ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে। কোন অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না।
শ্রেণি অনুসারে টাস্ক পেতে ক্লিক করুন- CLICK
প্রোগ্রাম সিডিউল নিম্নরূপ-
এই বিষয়ে বিষদে জানতে হলে https://banglarshiksha.gov.in ভিজিট করুন
অপরদিকে আগামী কাল থেকে শুরু হচ্ছে এবিপি আনন্দে অনলাইন ক্লাস রুম । সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য কাল, মঙ্গলবার থেকে ভার্চুয়াল ক্লাস দূরদর্শন, ডিডি বাংলার বদলে এবিপি আনন্দে নেওয়া হবে।বেলা ৩টে থেকে বিকেল ৪টে পর্যন্ত এই ক্লাস হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাস নেবেন বিশিষ্ট শিক্ষকেরা।
আরও পড়ুনঃ রেশন নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ সুজন চক্রবর্তীর
Social Plugin