Latest News

6/recent/ticker-posts

Ad Code

সবার সাথে আনন্দ ভাগ করে নিলো উজানি




     সবাই নিজের জন্মদিন ঘটা করে পালন করে একদম কাছের মানুষদের সাথে। কিন্তু একটু অন্যরকম ভেবেছিলেন দিনহাটার ফরিদবাবু ও তাঁর স্ত্রী দিলরুবা সুলতানা। মেয়ে উজানীর দশম জন্মদিন পালন করলেন গরীব শিশুদের সাথে। নক্ষত্র সঙ্ঘের সদস্যদের সহায়তায় জন্মদিনের কেক কাটা থেকে শুরু করে তাদেরকে পেট ভরে আহারও করানো হয়েছে। সবশেষে হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান।

    দিনহাটা নক্ষত্র সংঘের সদস্যা দিলরুবা সুলতানার মেয়ে উজানি ফাহরিদি দিনহাটার নামি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী। বাবা ফরিদ মোল্লা দিনহাটার স্টেট ব্যাঙ্কের ম্যানেজার। মেয়ে দশ বছর অতিক্রম করে এগারোতে পা দিলো, তাই উজানীর বাবা-মা এবারের জন্মদিনের আনন্দটা আর পাঁচটা শিশুর সাথে ভাগ করে নিতে চেয়েছিলেন। দিনহাটার গোসনিমারীর সাগরদীঘি গ্রামের এক প্রাথমিক স্কুলে আজকের এই জন্মদিনের অনুষ্ঠান করা হয়। গ্রামের প্রায় ৯৩ জন শিশুর পেট ভরে খাওয়ানো হয়। খাওয়াদাওয়া শেষে নক্ষত্র সঙ্ঘের সহায়তায় স্কুলের মাঠেই বৃক্ষরোপণ করা হয়।

     অনুষ্ঠান শেষে উজানীর মা  বলেন, "ছেলেমেয়ের জন্মদিন সব বাবা মায়ের কাছেই অত্যন্ত আনন্দের। উজানীর এবার দশম জন্মদিন, এই জন্মদিনটাকে আরও আনন্দঘন করে তুলতে আমাদের আজকের এই উদ্যোগ। মেয়ে উজানীও বাচ্চাদের সাথে সময় কাটাতে পেরে খুব খুশি।" পুরো অনুষ্ঠানটিকে সফলভাবে সম্পন্ন করতে নক্ষত্র সঙ্ঘের উপস্থিত সব সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

Ad Code