করোনা ভাইরাসের থাবা চলছে বিশ্বজুড়ে। একে একে সারা বিশ্বে পাঁচ হাজারের বেশি প্রাণহানি হয়েছে। আক্রান্তের সংখ‍্যা ছাপিয়ে গেছে দেড় লক্ষ। করোনা মোকাবিলায় পদক্ষেপ গ্রহন করেছে রাজ‍্য থেকে কেন্দ্র।

রাজ‍্য‍ সরকারের তরফ থেকে, সংক্রমণ মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে। সাথে সাথে করোনাভাইরাস নিয়ে সতর্কতায় রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এমনটাই জানিয়েছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ। এছাড়াও, বন্ধ হয়ে যাচ্ছে সায়েন্স সিটি, ভারতীয় জাদুঘর এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়াম ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩১ মার্চ পর্যন্ত ভারতীয় জাদুঘর বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সায়েন্স সিটি সূত্রে খবর, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তী পদক্ষেপ সিদ্ধান্ত গ্রহনের পরেই জানা যাবে।

এদিকে, করোনা আতঙ্ক দেখা দিয়েছে বেলুড় মঠেও। সতর্কতা হিসাবে এবার মঠের প্রেসিডেন্ট মহারাজের প্রণাম বন্ধ করল মঠ কর্তৃপক্ষ। যদিও, মঠের তরফ থেকে প্রকাশিত বিক্ষপ্তিতে করোনা উল্লেখ করা হয়নি।