Pic source: indian express
করোনা আতঙ্কের জেরে সিবিএসই ও আইসিএসই দিল্লী বোর্ডের সব পরীক্ষা স্থগিত করে দিয়েছে। রাজ‍্য সরকারের পক্ষ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান গুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাও স্থগিত করেছে সরকার। কিন্তু, উচ্চ মাধ‍্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করার বিষয়ে কোনোরুপ সিদ্ধান্ত নেয়নি রাজ‍্য। বদলে পরীক্ষার্থীদের স‍্যানিটাইজার ব‍্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। 

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘ছাত্রছাত্রীদের মুখের দিকে তাকাতে হবে। আবার স্বাস্থ্যবিধি সম্পর্কেও তাদের অবহিত করাতে হবে। পরীক্ষার হলে পরীক্ষার্থী এবং নজরদারদের জন্য যাতে স্যানিটাইজ়ার রাখা হয়, সেটা দেখা হচ্ছে।’’

অন‍্যদিকে, এবিটিএ, এসটিইএ, রাজ্য সরকারি স্কুল শিক্ষক সমিতি সহ একাধিক সংগঠন উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা স্থগিত করার দাবি তুলছে।

অবশেষে পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা!