এই মুহূর্তে রাজধানীতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে পঞ্চাশের গণ্ডিকে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে নর্দমা থেকে এখনও মৃতদেহ মিলছে। এছাড়াও শতাধিক মানুষ আহত। অসংখ্য বাড়ি ঘর পুড়ে গেছে আগুনে। 


এরই মধ্যে গতকাল ছাত্র সংগঠন AIDSO-এর দিল্লী শাখা ও সেইসাথে মেডিক্যাল সার্ভিস সেন্টার(MSC) ও সার্ভিস ডক্টরস ফোরাম(SDF)-এর যৌথ মেডিক্যাল টিম দিল্লিতে বিধ্বস্ত এলাকা গুলিতে বিনা মূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে উদ্যোগী হয়েছে।

তারা সেখানকার মানুষের পাশে দাঁড়িয়ে এই প্রতিকূল সময়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এলাকার মানুষজন এতে অনেকটাই উপকৃত হয়েছে বলে জানা যাচ্ছে।