২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল ২০১৫ সালের ১১ অক্টোবর। সেই পরীক্ষায় ১১ টি প্রশ্নের বিকল্প ভুল ছিল বলে অভিযোগ ওঠে। এর পর ভুল প্রশ্ন সংক্রান্ত একের পর এক মামলা হতে থাকে। প্রাথমিকে যে ভুল প্রশ্ন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল কোলকাতা হাইকোর্টে ,সেসব মামলার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা হল-প্রতিভা মণ্ডলের মামলা, বসির আমহেদের মামলা এবং পর্ষদের মামলা ।
এর মধ্যে প্রতিভা মন্ডলের কেস থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে নোটিশ জারি করেছিল পর্ষদ। নোটিশে ৩৭ জন (১৩০ জনের মধ্যে ) OBC-A ক্যান্ডিডেটদের ইন্টারভিউএর দিন ঘোষণা হয়েছিল। কিন্তু বাকি ক্যান্ডিডেটদের কবে ইন্টারভিউ হবে সেই নিয়ে কোনও বিবৃতি কমিশন দেয়নি। এই নিয়ে প্রতিভা মন্ডলের কেসের শুনানি চলছে কোলকাতা হাইকোর্টে।
গত ৫ তারিখে এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে । কিন্তু যেহেতু পর্ষদের মামলাটি একই সঙ্গে চলছে তাই এই কেসের কোনও মীমাংসা সূত্র পাওয়া যাচ্ছিল না। এই কেসের শুনানির জন্য আগামী ২৭ মার্চ দিন ধার্য হয়েছে ।
BREAKING NEWS
|
পর্ষদের মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সমস্ত প্রাথমিক কেস গুলোকে এক জায়গায় করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি করতে। সেই মত কেসের শুনানি হচ্ছে জানা গেছে।
সূত্রের খবর- প্রাথমিকে ভুল প্রশ্ন মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা হল পর্ষদের দায়ের করা মামলা। এই মামলার অগ্রগতির উপর অনেক কিছুই নির্ভর করছে। এই মামলাটি ফের কোর্টে উঠবে শুনানির জন্য আগামী ১১ মার্চ।
Social Plugin