![]() |
Pic source: exchange4media |
চীন, জাপানের সাথে সাথে ভারতেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০ জন। সিঙ্গাপুর আর মালয়েশিয়া ফেরত দিল্লির দুই নাগরিকের দেহে করোনা অস্তিত্ব মিলেছে। সংক্ৰমণ রুখতে ভারত সরকার বড় জমায়েতে উপস্থিত বা করমর্দন না করার পরামর্শ দিয়েছে। এমতাবস্থায় মধ্যপ্রদেশের ইন্দোরে হতে চলা এবছরের বলিউডের আইফা (IIFA Awards) পুরস্কার প্রদান অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আইফা কমিটি।
এক বিবৃতি জারি করে আইফা কমিটি জানিয়েছে, নাগরিক এবং আমাদের অতিথি-অভ্যাগতদের সুরক্ষার কথা ভেবে এই পুরস্কার প্রদান প্রদান অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হল, নতুন সূচি খুব দ্রুত ঘোষণা করা হবে।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
Social Plugin