Latest News

6/recent/ticker-posts

Ad Code

"ওয়ার্ক ফ্রম হোম" এ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা BSNL এর




    করোনা মোকাবিলায় সারা বিশ্বের সাথে সাথে ভারতও কোমর বেঁধে পথে নেমেছে নেমেছে। প্রতিনিয়ত মহামারীর আকার নিচ্ছে করোনা ভাইরাস। গোটা দেশে বড়ো জমায়েত বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল-কলেজ, সিনেমা হল, শপিং মল, সুইমিং পুল- সবই বন্ধ। দেশবাসীকে বাড়িতে থাকার অনুরোধ জানাচ্ছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ মার্চ দেশ জুড়ে 'জনতা কারফিউ' এর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।

    এই জরুরীকালীন অবস্থায় বিভিন্ন কর্পোরেট সংস্থা তাদের কর্মচারীদের নিজেদের সুস্থ রেখে কাজ চালিয়ে যাওয়ার জন্য চালু করেছে ‘ওয়ার্ক ফ্রম হোম‘ ব্যবস্থা। আর এই ব্যবস্থাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দুর্দান্ত ইন্টারনের ডেটা প্ল্যান নিয়ে আসলো BSNL। আন্দামান ও নিকোবর-সহ সমস্ত রাজ্যের ল্যান্ডলাইন পরিষেবা ভুক্ত বিএসএনএল গ্রাহকদের জন্য বিনামূল্যে Work@home ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এল এই টেলিকম সংস্থা। এই প্ল্যানে গ্রাহক প্রতিদিন ১০ এমবিপিএস স্পিডে ৫ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে কোনও ফলো আপ লিমিট নেই। এর জন্য প্রতি মাসে আলাদা করে কোনও খরচও করতে হবে না গ্রাহকদের।

Ad Code