Pic source: new indian express 

সারা বিশ্বের সাথে সাথে 'করোনা' আতঙ্কে আতঙ্কিত ভারতও। 'করোনা'য় আক্রান্তের সংখ‍্যা দিন দিন বেড়েই চলছে ভারতেও। এমনকি, বেশ কয়েকটি রাজ‍্যের স্কুল, কলেজ, সিনেমাহল, বিশ্ব বিদ‍্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে মাস্ক, স‍্যানিটাইজার ইত‍্যাদি ব‍্যবহারের নির্দেশিকাও দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা 'করোনা'-কে মহামারি বলে ঘোষনা করে তা মোকাবিলায় বিশেষ নিধান দিয়েছে। মানুষের কাছে এখন আতঙ্কের আর এক নাম 'করোনা'।

এর মাঝেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়াকে বিজ্ঞাপিত বিপর্যয় বলে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। করোনায় আক্রান্ত হয়ে মৃত এবং আক্রান্তদের পরিবারকে ক্ষতিপূরণ এবং এটিকে “একসময়ের প্রকৃতির মার” বলে বর্ণনা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক চিঠিতে জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সাথে সাথে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিদের চিকিৎসার খরচ নির্দিষ্ট করে দিয়েছে সরকারকে।
সরকারের তরফে জানানো হয়েছ, এই সমস্ত খরচ রাজ্যের তহবিল থেকে কেবলমাত্র তোলা হবে এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে নয়।