SER19: 
ভারতে চলছে CAA বিরোধী আন্দোলন। আন্দোলনে চলেছে গুলি প্রাণ হারিয়েছে বহু মানুষ। এরইমধ্যে আগামী ১৭ মার্চ ‘মুজিববর্ষ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ সরকার সাদরে আমন্ত্রণ জানিয়েছে মোদিকে। কিন্তু তার এই বাংলাদেশ সফরের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বামপন্থী দল বাসদ (মার্কসবাদী)। 


এই দলের পক্ষ থেকে জানানো হয়েছে -"নিরপরাধ মানুষের রক্তে হাত রাঙানো ফ্যাসিস্ট নরেন্দ্র মোদির অভ্যর্থনা বাংলাদেশে হতে পারে না। আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী দুঃশাসন চালিয়ে গণতন্ত্রকে পদদলিত করছে প্রতিদিন। তাদের সাথে নরেন্দ্র মোদির কোন বিরোধ নেই। কিন্তু বাংলাদেশের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক চিন্তার মানুষ এদেশে মোদির আগমনে ক্ষুব্ধ।" 

বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাসদ (মার্কসবাদী) সহ বাম গণতান্ত্রিক জোট ও বিভিন্ন বামপন্থী দল যুক্তভাবে নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদে কালোপতাকা প্রদর্শনসহ বিক্ষোভ দেখানো হবে সংগঠনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।