![]() |
Pic source: hindusthan times |
চিনের পাশাপাশি গোটা ভারতসহ প্রায় সারা বিশ্বে এখন করোনা আতঙ্ক। এর জেরেই আপাতত স্থগিত হয়ে গেল শ্যুটিং বিশ্বকাপ।
আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন তথা আই.এস.এস.এফ এর উদ্যোগে আগামি ১৫ই মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত নয়াদিল্লীতে আয়োজিত হওয়ার কথা ছিল শ্যুটিং বিশ্বকাপের। কিন্তু, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই মুহুর্তে বন্ধ করা হয়েছে এই বিশ্বকাপ। করোনা মোকাবিলায় চিন, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও ইরানের মতো দেশগুলি থেকে ভারতে আসা বিদেশিদের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার শুরু হয়। শ্যুটিং বিশ্বকাপ ঘিরে বহু মানুষের সমাগম ঘটবে রাজধানীতে তাই ঝুঁকি না নিয়ে এই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা। উল্লেখ্য ইতিমধ্যে ২২টি দেশের শ্যুটাররা তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে ।
Social Plugin