গতকাল AIDSO'র সর্বভারতীয় কমিটির উদ্যোগে দিল্লির যন্তরমন্তরে সারাদিন প্রতিকী ধর্ণা আয়োজিত হয়। দিল্লির বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও গণতন্ত্র প্রেমী বুদ্ধিজীবীদের অনেকেই সামিল হন এই ধর্না মঞ্চে। সেইসাথে বক্তব্যের মধ্য দিয়ে এই আন্দোলন দৃঢ় করার বার্তা দেন। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি ভি এন আর রাজশেখর, সহ-সভাপতি অশোক মিশ্র, সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ সহ অন্যান্য সর্বভারতীয় নেতৃত্ববৃন্দ।
সংগঠনের নেতৃত্তের পক্ষ থেকে জানানো হয় "জনগণের গণতান্ত্রিক অধিকার এবং গণতন্ত্র রক্ষার দাবিতে এবং বিজেপি-আরএসএস এর সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চক্রান্ত প্রতিহত করতে দেশব্যাপী আমাদের ছাত্র সংগঠন AIDSO'র পক্ষ থেকে লড়াই চলছে, এই আন্দোলনের অংশ হিসাবে দিল্লিতে এই ধর্না"।
Social Plugin