ক্যানিং নারায়নতলা রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ গুণীজন ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন


ক্যানিং নারায়নতলা রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ গুণীজন ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন 

রবীন মজুমদার, দক্ষিণ 24পরগনা: নাস ফাউন্ডেশন এর তরফ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে শান্তি ও সম্প্রীতির আহ্বান জানিয়ে সভা হল।   দক্ষিণ 24 পরগনা ক্যানিং নারায়নতলা গ্রামে নাস ফাউন্ডেশনের উদ্যোগে  রক্তদান শিবির বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গুণীজন সংবর্ধনা হয় । উপস্থিত ছিলেন নাস ফাউন্ডেশনের সম্পাদক গুলামবারী আজাদী সাহেব – “এ ধরনের খেলাধুলা বস্ত্র বিতরণ ও গুরুজনদের নিয়ে অনুষ্ঠান বর্তমান সময়ে সমাজের বিশেষ প্রয়োজন। কারণ মানুষের আতঙ্কের মধ্য থেকে সমাজের সমস্ত ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ মাধ্যমে এই ধরনের অনুষ্ঠান গুলি উৎসবের রূপ নেয়। যার ফলে সমাজে হিংসা দূরীভূত হয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য করা যায়”।

বাংলা তথা গোটা দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য শান্তির ও সংহতি আহ্বান জানান তিনি। পরিচালক রাজ ব্যানার্জি বলেন -“মানুষের মধ্যে মানুষের মিলবন্ধন ভালোবাসা ঐক্যতা রাখা খুবই দরকার। খেলার মধ্য দিয়েও মানসিক ও শারীরিক অনেকটাই ভালো থাকে। এগুলি সমাজে বিশেষ প্রয়োজন। আমাদের মধ্যে মানবতাকে বাদ দিয়ে কোন ধর্মই কার্যকারিতা হতে পারে না”। এদিনে উপস্থিত ছিলেন, বাংলা ছবির পরিচালক রাজ ব্যানার্জি বিশিষ্ট সমাজসেবী শহিদুল ইসলাম ও অশোক দাস   প্রমুখ।