pic source: the telegraph
করোনা ভাইরাসের জের-বন্ধ এবারের বিশ্বভারতীর বসন্ত উৎসব । ইউজিসির নির্দেশে এবার শান্তিনিকেতনেও বাতিল ঘোষিত হল বসন্ত উৎসব।

শান্তিনিকেতনের ঐতিহ্যশালী বসন্ত উৎসব ঘিরে জটিলতা প্রথম থেকেই ছিল। প্রথমে বিশ্বভারতী কর্তৃপক্ষ অন্যদিন বসন্ত উৎসব করার সিদ্ধান্ত নিয়েছিল, সেখানে বহিরাগতদের প্রবেশেও নিষেধাজ্ঞা ছিল। তবে পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে আগের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসে দোল উৎসবের দিনই বসন্ত উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


কিন্তু করোনা আতঙ্কে তা শেষমেশ বাতিল হয়ে গেল। আজ এক বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যলয়ের পক্ষ থেকে একথা জানানো হয়।