চীনের পর করোনা থাবা বসিয়েছে ভারতের মাটিতে l ভারত সরকারের তথ্য অনুসারে 32 জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন l দিল্লীতে 31শে মার্চ পর্যন্ত সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ জারি করেছে দিল্লী সরকার l নয়ডায় প্রত্যেকটি স্কুল ইতি মধ্যে বন্ধ রাখা হয়েছে l 

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও প্রত্যেক স্কুলে ও বিশ্ববিদ্যালয়ে সচেতনতার নির্দেশ দেওয়া হয়েছে,  সেই মতো রাজ্যের স্কুলগুলিতে চলছে সচেতনতার প্রচার l পিছিয়ে নেই সরকারি প্রাথমিক স্কুলগুলিও l 

কিসামত দশ গ্রামের দিনহাটা 3 নাম্বার সার্কলের অন্তর্গত মোক্তারের বাড়ি জুনিয়র বেসিক স্কুলে দেখা গেলো প্রত্যেক ক্ষুদে পড়ুয়ারা মাস্ক পড়ে ক্লাস করছে l এই নিয়ে প্রধান শিক্ষক শ্রী দীপঙ্কর দাস বলেন - করোনা ভাইরাসের প্রভাবের ও সচেতনতা আলোচনা শিশু ও অভিভাবকদের মধ্যে করা  হয়, এর ফলেই শিশুরা আজ মাস্ক পরে স্কুলে আসে l  

স্কুলের সহ শিক্ষক বিপ্লব বর্মন জানান আমরা প্রত্যেক দিন ছাত্র ছাত্রীদের খাবারের আগে হাত ভালো ভাবে ধোয়ার পর্যবেক্ষণ করি এখন সে দিকে বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে প্রতি সময়ে l 

কোচবিহার ও দিনহাটার অনেকই জীবিকার জন্যে বড় বড় শহরে যাতায়াত করেন সেই ক্ষেত্রে শিক্ষকদের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী l