SER19: 
আজ  AIDSO'র উদ্যোগে কলকাতার ইস্ট লাইব্রেরি হলে প্যারামেডিক্যাল ছাত্র ও টেকনলোজিস্টদের একটি রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হলো। 

প্যারামেডিক্যাল কোর্সের সার্বিক পরিকাঠামো উন্নতি  WBAMPMC কর্তৃক স্বচ্ছ রেজিস্ট্রেশন এবং নিয়মিত ও দুর্নীতি মুক্ত নিয়োগ সহ 11 দফা দাবি ওঠে কনভেনশনে। 

কনভেনশনে  বক্তব্য রাখেন AIDSO র সর্বভারতীয় সহ সভাপতি কমরেড ডাঃ মৃদুল সরকার ও রাজ্য সহ সভাপতি কমরেড চন্দন সাঁতরা। 


উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড  ডাঃ সামস  মুশাফির, রাজ্য কমিটির সদস্য কমরেডস  ডাঃ দীপক গিরি ও ডাঃ অপূর্ব মণ্ডল। 

বিভিন্ন কলেজ থেকে শতাধিক ছাত্র ছাত্রী কনভেনশনে উপস্থিত ছিলেন। কনভেনশনে সর্বসম্মতিক্রমে মহ: কামারুজ্জামান কে সভাপতি এবং মামুন আল রশিদ ও তিমির বরণ পাত্র কে যুগ্ম সম্পাদক করে 'প্যারামেডিক্যাল স্টুডেন্টস ও টেকনোলজিস্ট একশন ফোরাম' গঠিত হয়।