ফের একবার জয় পেল মাদ্রাসা সার্ভিস কমিশন। পূর্বের রায়কে বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত । এদিন সুপ্রিম কোর্ট খারিজ করে দিল রিভিউ আবেদন। 

গত ৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট এক রায় দিয়ে জানিয়েছিল যে, এবার থেকে মাদ্রাসা গুলিতে শিক্ষক নিয়োগ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। পরিচালন সমতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা যাবে না ।

এই রায়কে চ্যালেঞ্জ করে কোনটাই রহমানিয়া মাদ্রাসার পরিচালন সমিতি সর্বোচ্চ আদালতের আগের রায়কে রিভিউ করার জন্য আবেদন জানায়।  ৫ মার্চ সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। ফলে আরও একবার জয় পেল মাদ্রাসা সার্ভিস কমিশন।


এই রায়ের ফলে মন করা যাচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে এবার গতি আসবে। সূত্রের খবর পুরো নির্বাচনের পরপরই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন।