Latest News

6/recent/ticker-posts

Ad Code

জাতীয় সেবা প্রকল্প ইউনিটের উদ্যোগে ডায়াবেটিস সচেতনতা শিবির


মুর্শিদাবাদ বেলডাঙ্গা- ১ ব্লকের নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প ইউনিটের উদ্যোগে পুরো সপ্তাহ ধরে চলছে স্বাস্থ্য সচেতনতা শিবির। ১৩-০২-২০২০ তারিখ অনুষ্ঠিত হল "ডায়াবেটিস সচেতনতা শিবির"।

বর্তমানে ডায়াবেটিসের মাত্রা দিন দিন অত্যাধিক পরিমানে বৃদ্ধি পাচ্ছে। আর সেকথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের মাধ্যমে সচেতনতা ও সাবধানতা ছড়িয়ে দেওয়ার লক্ষেই এই কর্মসূচি। কারন আমরা জানি ছাত্রছাত্রীদের মাধ্যমেই তা সর্বাধিকভাবে সম্ভব। এদিন বিশেষজ্ঞ সুগার  চিকিৎসক ও গবেষক মাননীয় ডঃ আর. পি. মন্ডল ডায়াবেটিস রোগ কি, সৃষ্টির কারণ, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, পর্যায়গুলি কি কি, কি কি সমস্যা হতে পারে, কি উপায়ে রক্ষা পাওয়া সম্ভব এবং সমাজে কিভাবে সচেতনতা গড়ে তোলা যায় তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি ছাত্রছাত্রীদের নিয়ে একটি সমীক্ষাও করেন, যাতে তথ্য উঠে আসে বাড়িতে কতজনের ডায়াবেটিস আছে, কি অবস্থায় আছে, সমস্যা কি কি রয়েছে, প্রতিরোধে কি ব্যবস্থা গ্রহন করেছেন ইত্যাদি বিষয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক মাননীয় মৃগাঙ্ক মৌলী বিশ্বাস, সহকারী প্রধানশিক্ষক মাননীয় মহঃ রাজীব হাসান, এন. এস. এস প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মন্ডল, সহকারী শিক্ষক সুব্রত সাহা মহাশয়সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।


একাদশ শ্রেণীর ওমর ফারুক, রিঙ্কা, রিকুদের কথায়, আমরা আজকের আলোচনার মাধ্যমে ডায়াবেটিস বা সুগার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবহিত হলাম, যা আমাদের সচেতন হতে এবং সচেতন করতে যথেষ্ট সাহায্য করবে। প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মন্ডল মহাশয় বলেন, ডায়াবেটিস সম্পর্কে ছাত্রছাত্রীদের মাধ্যমে জনগনকে সচেতন করতেই  আজকের এই সচেতনতা শিবির। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় মৃগাঙ্ক মৌলী বিশ্বাস মহাশয় বলেন, ইতিমধ্যেই আমরা এন.এস.এস ইউনিটের উদ্যোগে করোনা ভাইরাস, ডেঙ্গু সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা প্রভৃতি বিষয়ক বিভিন্ন শিবির করে চলেছি, যার মূল লক্ষ্যই হল ছাত্রছাত্রীদের মাধ্যমে সকল জনগনকে সচেতন করে সুস্থ সমাজ গড়ে  তোলা।

Ad Code