Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বরাজনীতির পালাবদল ! ট্রাম্পের শুল্ক হুমকির মুখে চিন সফরে প্রধানমন্ত্রী মোদী !

বিশ্বরাজনীতির পালাবদল ! ট্রাম্পের শুল্ক হুমকির মুখে চিন সফরে প্রধানমন্ত্রী মোদী ! 



লাদাখে ভারত ও চিনের মধ্যে সংঘর্ষের (Clash) পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিন সফরে যাচ্ছেন। চলতি মাসের শেষে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organisation - SCO)-এর রাষ্ট্রনেতাদের বৈঠকে যোগ দিতে তিনি চিন যাবেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-বিরোধী শুল্ক (tariff) নীতির হুমকির মুখে মোদীর এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে।


আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক (tariff) চাপানোর ঘোষণা করেছেন। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক (commercial relations) রাখার কারণে এই শুল্ক আরও বাড়ানোর হুমকিও দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে চিন ভারতের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছে। বেজিং ভারত ও চিনের শক্তি বোঝাতে 'হাতি' এবং 'ড্রাগন'-এর উপমা ব্যবহার করেছে। তারা বলেছে, এই দুই দেশের মধ্যে সহযোগিতা (cooperation) শুধুমাত্র দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্যও লাভজনক। এই প্রেক্ষাপটে মোদীর চিন সফর এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তাঁর কোনো বৈঠক (meeting) হয় কি না, তা অত্যন্ত কৌতূহলের বিষয়।

২০২০ সালে লাদাখে ভারত ও চিনের মধ্যে সংঘর্ষের পর থেকে দু'দেশের সম্পর্কের অবনতি ঘটেছিল। যদিও গত বছর রাশিয়ার কাজান শহরে BRICS জোটের পার্শ্ববৈঠকে মোদী ও জিনপিং-এর সাক্ষাতের পর সম্পর্কের উন্নতি হতে শুরু করে। এবার সরাসরি চিন সফরে যাচ্ছেন মোদী, যা দু'দেশের সম্পর্ককে আরও নতুন দিকে নিয়ে যেতে পারে।

SCO-এর এই বৈঠকে পাকিস্তানও একটি সদস্য রাষ্ট্র (member state)। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈঠকে যোগ দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে পহেলগাঁও হত্যাকাণ্ড এবং 'অপারেশন সিঁদুর'-এর পর সন্ত্রাসবাদ (terrorism) নিয়ে মোদী কোনো কড়া বার্তা দেন কি না, সেদিকে সবার নজর থাকবে। এর আগে SCO-এর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলন (conference) -এ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী মোদীর বার্তাও সেই রকম কড়া হবে বলে অনেকে মনে করছেন।

এই আন্তর্জাতিক পরিস্থিতিতে মোদীর চিন সফর ভারত ও চিনের সম্পর্কের পাশাপাশি বৈশ্বিক কূটনীতি (global diplomacy)-তেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code