Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডাকাতের দলকে গ্রেফতার করল বকুল থানার পুলিশ


রবীন মজুমদার, দক্ষিণ 24 পরগনা:
দক্ষিণ 24 পরগনা জেলার বকুলতলার ছয় সদস্যের ডাকাত দলের  মধ্যে তিন জন ডাকাত ধরা পড়ল পুলিশের জালে।  ধৃত তিন আজাদ আলী, মোল্লা সালাউদ্দিন ও শহিদুল মোল্লা এদের বাড়ি মথুরাপুর থানা এলাকায়। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি বন্দুক , 8 রাউন্ড গুলি ,একটি ভোজালি। তবে আরোও তিনজন বাইকে করে পালিয়ে যায়। পলাতকদের  খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানা এলাকার নতুনহাট বাজার থেকে  স্পেশাল অপারেশনের গ্রুপের সদস্যরা বকুলতলা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে সেখান থেকে হাতেনাতে তিনজনকে ধরে ফেলে। তাদের কাছ থেকে  অস্ত্র ছাড়া একটি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

ধৃতদের আজ বারুইপুর আদালতে তোলা হলে তাদেরকে নিজেদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করবে বলে আদালতের কাছে 10 দিনের পুলিশ হেফাজতে চায়।

Ad Code