Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুলওয়ামা বিস্ফোরণের ঘটনার শ্রদ্ধাঞ্জলি ময়নাগুড়ি কলেজ এবিভিপির


পুলওয়ামা বিস্ফোরণের ঘটনার শ্রদ্ধাঞ্জলি ময়নাগুড়ি কলেজ এবিভিপির

SER-10,ময়নাগুড়ি, ১৪ই ফেব্রুয়ারি: ২০১৯ সালের
১৪ ই ফেব্রুয়ারি ভারতীয় নিরাপত্তা কর্মীদের বহনকারী যানবাহন বহর ভারতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়ায় জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহন-বাহিত আত্মঘাতী হামলার শিকার হয়। ২০১৯ সালের ওই বিস্ফোরণের ফলে ভারতীয় ৪৮ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী কর্মী শহীদ হন।

পুলওয়ামা বিস্ফোরণের ঘটনার ৪৮ জন ভারতীয় শহীদ সৈনিকদের প্রতি   শ্রদ্ধাঞ্জলি অর্পন সূচি পালন করে ময়নাগুড়ি কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এবং কলেজ প্রাঙ্গণে  শহীদদের প্রতি ধূপকাঠি, মোমবাতি এবং গোলাপ ফুল দিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উপস্থিত ছিলেন ময়নাগুড়ি কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সকল কার্যকর্তা এবং ময়নাগুড়ি কলেজের সমস্ত ছাত্র-ছাত্রীরা।

ময়নাগুড়ি কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অবজারভার অলক রায় বলেন, একজন নাগরিক হিসাবে শহীদ বীর জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া আমাদের কর্তব্য। এবং সকল দেশবাসীর কর্তব্যের মধ্যে পড়ে শহীদদের শ্রদ্ধা জানানো।

Ad Code