রোপা ২০১৯ এর অধীনে শিক্ষকদের অপশন ফর্ম জমা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল পূর্ব বর্ধমানের কালনা সাব ডিভিশনের স্কুলগুলিকে৷ কালনার সাব ডিভিশনের স্কুল সহ পরিদর্শকের তরফ থেকে স্কুলগুলির প্রধান শিক্ষকদের পাঠানো এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, অনিবার্য কারণবশত এই পদক্ষেপ নেওয়া হচ্ছে৷
সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য পৃথক রিভিশন অ্যান্ড পে অ্যালাওয়েন্স (রোপা)-এর ২০১৯ বিধি প্রকাশিত হয়েছে৷ নতুন বেতন কাঠামো অনুসারে বেতন নির্ধারণের জন্য ১৩ ডিসেম্বর থেকে অপশন ফর্ম ফিলাপের প্রক্রিয়াও শুরু হয়েছে, চলবে ১২ মার্চ পর্যন্ত৷
অথচ এই সংশোধিত বেতন কাঠামোয় রাজ্যে প্রায় ১ লক্ষ ৮০ হাজার গ্র্যাজুয়েট শিক্ষক আছেন যাদের টিজিটি স্কেল ও ৪৬০০ গ্রেড পে সহ বেশ কিছু বিষয় এখনও পরিষ্কার নয়৷ পাশাপাশি প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাঁদের বেতন নির্ধারণের বিষয়ে পৃথক কোনো উল্লেখ না থাকায় তীব্র ক্ষোভ জন্মেছে৷ এই বিষয়গুলিতে বিভ্রান্তি দূর না হওয়া পর্যন্ত অপশন ফর্ম ফিলাপ করা হবেনা বলেও দাবি করেছেন বহু শিক্ষক-শিক্ষিকা৷
আজ কোচবিহার ডি আই এর পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জারি করে জানানো হয় যারা ইতিমধ্যে রোপা ২০১৯ অনুসারে অপশন ফর্ম বা আই পি এফ জমা করেছেন তারা যেন এখন DCF ফিলাপ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয় DCF অনুসারে স্বয়ং সম্পূর্নভাবে রোপা এবং আই পি এফ ফর্ম তৈরি হয়ে যাবে।
এর আগে বাঁকুড়া ডি আই এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল- রোপা অপশন ফর্ম এর কাজ সম্পূর্ণ অনলাইনে হবে। আগামী দশ দিনের মধ্যে তা কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। একইসাথে জানানো হয়-
বিজ্ঞপ্তিতে জানানো হয় DCF অনুসারে স্বয়ং সম্পূর্নভাবে রোপা এবং আই পি এফ ফর্ম তৈরি হয়ে যাবে।
এর আগে বাঁকুড়া ডি আই এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল- রোপা অপশন ফর্ম এর কাজ সম্পূর্ণ অনলাইনে হবে। আগামী দশ দিনের মধ্যে তা কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। একইসাথে জানানো হয়-
১। অপশন ফর্ম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফৎ অনলাইনে জমা হবে।
২। DCF ফর্ম ডাওনলোড করে তা পূরণ করতে হবে।
৩। সার্ভিস বুক ৩১/১২/২০১৯ পর্যন্ত আপডেট করে রাখতে হবে।
পরবর্তি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেও বলা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊